টেকসই উন্নয়নের লক্ষ্য মাত্রা নিয়ে গ্লোবাল ইয়ুথ এম্বাসেডরের আয়োজনে ‘জাপান আন্তর্জাতিক ইয়ুথ সামিট’ ২০২৩ এর বাংলাদেশের কান্ট্রি এম্বাসেডর হয়েছেন ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাগীব হাসান।
টেকসই উন্নয়ন আবিষ্কারে বিশ্বব্যাপী তারুণ্যের ভূমিকা এই প্রতিপাদ্য নিয়ে মূল আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে জাপানে সম্মেলন শুরু হবে।
আগস্টে জাপানের কোবে শহরে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নেবেন বিশ্বের ৩৫টি দেশের ইয়ুথ ডেলিগেটসরা। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ভারত, ফিলিপাইন, পাকিস্তান, আফগানিস্তান, থাইল্যান্ড, নেপাল, সাউথ আফ্রিকা, ঘানা ও যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ।
রাগীব হাসান বলেন, আন্তজার্তিক অঙ্গণে বাংলাদেশের তরুণদের টেকসই উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরাই হবে আমার একমাত্র লক্ষ্য।
শায়লা/ দীপ্ত নিউজ