সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের বিভাগের পরীক্ষা আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হতে পারে।
এরই মধ্যে পরীক্ষার কেন্দ্রসহ সার্বিক প্রস্তুতি ঠিক করতে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেখানে ২২ মার্চকে পরীক্ষার তারিখ বলে উল্লেখ করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
পাঠানো এসব চিঠিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (২২ মার্চ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা… কেন্দ্রেও অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের জন্য এর আগে এ কলেজ থেকে কেন্দ্রসচিবসহ ৩ জন কর্মকর্তার নাম পাঠানো হয়েছিল। ওই ৩ জন কর্মকর্তা আগামী ২২ মার্চ ওই কলেজে কর্মরত থাকবেন।
আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
নাম–পরিচয় না প্রকাশের শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা অধিদপ্তরের বলেন, আমাদের সব প্রস্তুতি ২২ মার্চকে ঘিরে। তাই ওই দিনকেই পরীক্ষার তারিখ ধরে নিচ্ছি। আমার ধারণা, ২২ মার্চ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে একযোগে লিখিত পরীক্ষা হবে।
আল/ দীপ্ত সংবাদ