দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া‘র মরদেহ লাল–সবুজ রঙের জাতীয় পতাকা মোড়ানো ফ্রিজার ভ্যানে জানাজাস্থল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটকলে গাড়টি পৌছায়।
এর আগে, বেলা ১১টায় লাশবাহী গাড়ি গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে বের হয়। লাশবাহী গাড়ির চারপাশে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকা আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়াকে নামাজে জানাজা দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। এরপর সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এসএ