জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২২ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চট্টগ্রাম আসেন জামায়াত আমীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম এসে নগরীর প্যারেড মাঠে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, তাঁর দলের সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে। এসময় তিনি আগামী জাতীয় নির্বাচন ঘোষিত সময়েই হতে হবে উল্লেখ করে বলেন, জনগণকে নিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে হবে।
ক্ষমতায় গেলে জামায়াত পিআর পদ্ধতি বাস্তবায়ন করবে উল্লেখ করেন জামায়াত আমির।