রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হলো ‘নৈঃশব্দে‘৭১”। শুক্রবার (১০ মার্চ) এই নাটক শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ করা হয়।
ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই নাটকে অভিনয় করেন বিশেষ চাহিদা সম্পন্ন ১৫ জন শিল্পী। তাদের নির্দেশনা দিয়েছেন ব্রিটিশ পরিচালক রমেশ মেয়াপ্পন।
বিশেষ চাহিদা সম্পন্ন এই শিল্পীদের অনেকের শ্রবণশক্তি নেই, কেউ হাঁটতে পারেন না, আবার কারও বাকশক্তি নেই। কিন্তু সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে মঞ্চে আলো ছড়িয়েছে এই শিল্পীরা।
ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিল গত দুবছরে দেশের ৮টি বিভাগ থেকে এমন শতাধিক মানুষকে অভিনয়ের জন্য প্রস্তুত করেন।
নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমাদের দেশে প্রতিবন্ধীরা কিন্তু প্রত্যাখ্যাত- পরিবার দ্বারা ,সমাজ দ্বারা সব কিছু দ্বারা প্রত্যাখ্যাত। আমরা মনে করি ও অথর্ব ও পারেনা, আমি এই জায়গা থেকে ভেবেছি, ভেবে ব্রিটিশ কাউন্সিলকে বলেছি তারা রাজি হয়েছে এবং আমরা একসাথে কাজ শুরু করেছি।”
সমাজের অবহেলিত মানুষদের শিল্প–সংস্কৃতির মূলধারায় আনতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।
অনু/দীপ্ত সংবাদ