জলবায়ু পরিবর্তন ও এর পরিণতি নিয়ে নতুন করে সতর্কবাণী দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, বিপর্যয় এড়ানোর সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সোমবার ( ২০ মার্চ) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞানীদের প্যানেল–আইপিসিসির এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, বিপদ থেকে বাঁচতে হলে প্রভাবশালী দেশগুলোর সরকারপ্রধানদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নতুন প্রতিবেদনটিকে মানবজাতির টিকে থাকার নির্দেশিকা হিসেবেও বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব। প্রতিবেদনে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গৃহীত পদক্ষেপ যথেষ্ট নয়। জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যয়ের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। ঝুঁকি এড়াতে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।
ওই প্রতিবেদনকে ‘মানবজাতির টিকে থাকার নির্দেশিকা’ হিসেবেও বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, ‘মানবজাতি এখন যেন এক খণ্ড ভাসমান বরফের ওপর দাঁড়িয়ে রয়েছে, যা কিনা দ্রুতই গলে যাচ্ছে।’ সেই সঙ্গে আইপিসিসির এ প্রতিবেদনকে গুরুত্বের সঙ্গে নিয়ে সরকারগুলোকে এতে ওঠে আসা বিষয়গুলো বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আইপিসিসির ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনটি জলবায়ু পরিবর্তন নিয়ে সবশেষ বড় পরিসরের প্রতিবেদন। এটি জলবায়ু সংকট কীভাবে উদ্ভূত হচ্ছে, তার একটি বিস্তৃত মূল্যায়ন দেয়ার জন্য শত শত বিজ্ঞানীর ফলাফলের ওপর গুরুত্ব দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিপর্যয়ের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। এ ঝুঁকি এড়াতে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিকে কাজে লাগানো যেতে পারে। গবেষকরা বলেছেন, ‘আমরা যত দ্রুতজীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে পারব, তত দ্রুত জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাব এড়াতে পারব।’
যূথী/দীপ্ত সংবাদ