জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিপন্ন প্রাণীদের ভাস্কর্য বানিয়েছেন মিশরের এক শিল্পী। মিশরের শার্ম আল শেখে জলবায়ু সম্মেলনস্থলের পাশে এগুলো প্রদর্শন করা হয়।
বিশাল আকৃতির পান্ডা, হরিণ, জিরাফ, অ্যান্টিয়েটার,গন্ডার, সামুদ্রিক কচ্ছপ আর প্রবালের ভাস্কর্য। জলবায়ু পরিবর্তনের কারণে বিলুপ্ত প্রায় এসব প্রাণী। বিশ্ববাসীকে তা মনে করিয়ে দিতেই এসব তৈরি করেছেন মিশরের প্লাস্টিক শিল্পী ওয়ালিদ এল-শেরবিনি।
মিশরের শার্ম আল শেখে কপ-টোয়েন্টি সেভেন সম্মেলন স্থলের পাশের উন্মুক্ত স্থানে রাখা হয়েছে এসব ভাস্কর্য। এগুলো বানাতে সমুদ্র এবং আশেপাশে ফেলে দেওয়া প্লাস্টিকসহ পরিবেশ দূষণকারী বিভিন্ন বর্জ্য ব্যবহার করেছেন শিল্পী। পরিত্যক্ত এসব জিনিসের কারণে বিপর্যয়ে হুমকির মুখে অনেক প্রাণী।
এসব ভাস্কর্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক তুলে ধরার পাশাপাশি বিলুপ্ত প্রায় প্রাণী রক্ষার বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করছেন ওয়ালিদ এল-শেরবিনি।