বিশ্বকাপের ৩৮তম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ–শ্রীলঙ্কা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হওয়া বাংলাদেশ পরিস্থিতি নিজেদের অনুকুলে প্রত্যাশা করছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।
প্রথম ম্যাচে জেতার পর টানা ছয় ম্যাচে হার। সেই হারও জেতার বিন্দুমাত্র সম্ভাবনা না জাগিয়ে। এই ব্যর্থতার সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছেন না হাথুরু। সম্ভাব্য কিছু কারণ তাঁর সামনে তুলে ধরার পরও একই উত্তর দিয়ে গেলেন। প্রত্যাশার চাপে ভেঙে পড়ার একটা সম্ভাবনার কথা অবশ্য বললেন নিজে থেকেই। তবে সব চাপিয়ে একটা জয় টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জয় নামের সোনার হরিণের খোঁজে আজ লংঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
দেখতে দেখতে বাংলাদেশের বিশ্বকাপেও তো শেষের গান। ম্যাচ বাকি আর দুটি। যার প্রথমটিতে আজ সামনে শ্রীলঙ্কা, আগের ম্যাচেই যাদের ওই ৫৫ রানের কলঙ্ক।
বাংলাদেশের জন্য এটি অনেক বড় ম্যাচ। আজ হেরে গেলেও শ্রীলঙ্কার শেষ আটে থাকার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবে না। আর বাংলাদেশ হেরে গেলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার স্বপ্ন মোটামুটি এখানেই শেষ। অস্ট্রেলিয়া যে ফর্মে আছে, তাতে ১১ নভেম্বর পুনেতে বাংলাদেশের শেষ ম্যাচটা একটু ভয়ের ব্যাপার হয়েই দাঁড়িয়েছে। এই বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পাওয়ার শেষ সুযোগ বোধ হয় আজই।
আগের ম্যাচেই শ্রীলঙ্কার অমন ধ্বংসস্তূপে পরিণত হওয়াটা অবশ্যই আশা জাগায়। আবার রেকর্ড বলে, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ গত কয়েক বছরে মাঝেমধ্যেই জয় পেলেও তার একটাও বিশ্বকাপে নয়।
আগে কখনো হয়নি বলে এবার হবে না, এমন কোনো কথা নেই। তবে বাংলাদেশ দলের যে অবস্থা, তাতে অমন কিছু আশা করতে অনেক সাহস লাগে। এই দিল্লিতে মুখে মাস্ক না পরে ঘুরে বেড়ানোর মতো সাহস!
আল/দীপ্ত নিউজ