ফেনীর ছাগলনাইয়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তার সহযোগিদের আঘাতে বড় ভাই মো. সেলিম (৫০) নিহত ও ভাতিজা গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ আগস্ট) রাতে পারিবারিক কবরস্থানে নিহত সেলিমের মরদেহ দাফন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ছাগলনাইয়া উপজেলার উত্তর মন্দিয়া গ্রামের কলিম উদ্দিন সওদাগর বাড়ির মৃত সাহাব উদ্দিন মিয়ার পুত্র শারীরিক প্রতিবন্ধী মো. সেলিমের সঙ্গে তার ছোট ভাই মো. শাহ আলমের (৪৫) জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধের জের ধরে বুধবার বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের কলিম উল্লাহ সওদাগর বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে মো. সেলিম (৫০) ও তার ছেলে নুর নবী জিশানকে (১৬) সহোদর মো. শাহ আলম ও তার সহযোগিরা পিটিয়ে গুরুতর আহত করে।
ঘটনা পরবর্তী মুমূর্ষু অবস্থায় মো. সেলিমকে স্বজনরা ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। শারীরিক অবস্থার অবনতি দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে শনিবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান।
অন্যদিকে নিহত সেলিমের ছেলের মাথায় শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার দিন রাতে মো. সেলিমের স্ত্রী হাসনা হেনা বাদি হয়ে মো. শাহ আলমসহ তিন জনকে আসামি করে থানায় মামলা করেছেন। শনিবার বাদ এশা পারিবারিক কবরস্থানে নিহত সেলিমকে দাফন করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, নিহত সেলিম ১ ছেলে ও ২ মেয়ের পিতা। এক সময় তিনি সিএনজি অটোরিক্সা চালক ছিলেন। ডায়াবেটিসে আক্রান্ত হয়ে একটি পা হারিয়ে তিনি পঙ্গু হয়ে যায়।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় পলাশ জানান, এ ঘটনায় গত ২৩ আগস্ট দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। এখনও কোন আসামিকে গ্রেফতার করা হয়নি উল্লেখ করে তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
শায়লা/দীপ্ত নিউজ