মেহেরপুরের গাংনী উপজেলা শিক্ষক কল্যাণ ও কর্মচারীর সমিতির জমি দখলকে কেন্দ্র করে শিক্ষকসহ দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিক্ষক সমিতির সভাপতি গাংনী মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেনসহ ২০ জন মারাত্মক আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী উপজেলা শিক্ষক কল্যাণ ও কর্মচারীর সমিতির ১৫:৭৫ শত জমি বাঁশবাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে কুতুবউদ্দিন জোরপূর্বক ভুয়া দলিল তৈরি করে দখল করে রেখেছিল। সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জমিটি দখল করে সীমানা প্রাচীর দিতে গেলে কুতুবউদ্দিন এর লোকজন অতর্কিত হামলা চালায় শিক্ষকদের উপর। শিক্ষকরাও পাল্টা হামলা চালালে উভয়পক্ষের অন্তত ২০ জন মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডঃ আবীর হোসেন জানান, স্থানীয়রা বেশ কয়েকজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে সোহেলী খাতুনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দু‘পক্ষের উত্তেজনা বিরাজ করছে। ঘটনার স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শায়লা/দীপ্ত নিউজ