জমকালো আয়োজনে নতুন বছর– ২০২৪ বরণ করল বিশ্বের বিভিন্ন দেশ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ছিল বর্ণিল আতশবাজি। অন্যান্য স্থানেও ছিল চোখ ধাঁধানো আয়োজন।
বিশ্বে সবার আগে নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতি।
দ্বিতীয় দেশ হিসেবে আতশবাজির ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নিউজিল্যান্ড। অকল্যান্ডের আইকনিক স্কাই টাওয়ারের আতশবাজি দেখতে জড়ো হয় অনেকে।
১০ সেকেন্ডের কাউন্টডাউন শেষে শুরু হয় বর্ণিল আতশবাজি।
এরপরই নতুন বছরকে বরণ করে অস্ট্রেলিয়া। সিডনির হারবার ব্রিজ এবং ওপেরা হাউজ থেকে আট টন আতশবাজি পোড়ানো হয়।
ভৌগোলিক অবস্থান ভেদে প্রায় ২৪ ঘণ্টা ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে চলবে ইংরেজি বর্ষবরণ।
লন্ডনের ট্রাফালগার স্কয়ার এবং নিউইয়র্ক টাইমস স্কয়ারে নেওয়া হয় নানা প্রস্তুতি। তবে দূষণ কমাতে অনেক দেশে আতশবাজির পরিবর্তে রাখা হয়েছে লেজার শো।
এসএ/দীপ্ত নিউজ