বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

জব্বারের বলী খেলাকে ঘিরে বসেছে বৈশাখী মেলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলাকে ঘিরে আজ (২৪ এপ্রিল) থেকে বসেছে তিনদিনের বৈশাখী মেলা। মেলায় বিক্রেতারা গ্রামবাংলার বিভিন্ন লোকজ শিল্পের পসরা সাজিয়ে বসেছেন

শিশুদের খেলনা,গৃহস্থালি সামগ্রী, হাতপাখাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও নানা ধরনের হস্তশিল্প এবং ফল ও ফুলের গাছসহ নানা পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। আগামীকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) লালদীঘির ময়দানে বিকেলে অনুষ্ঠিত হবে বলী খেলার ১১৪তম আসর।

আয়োজকরা বলছেন, এবারের খেলায় ১শর বেশী কুস্তি খেলায় অংশ নেবেন। লালদিঘী ময়দানে প্রতিবছরের বৈশাখের ১২ তারিখ বসে এই খেলার আসর। আর খেলাকে ঘিরে ২৪ এপ্রিল থেকে তিনদিনের জন্য বসেছে বৈশাখী মেলা। লালদীঘির সামনে এক কিলোমিটার সড়কজুড়ে বসা বৈশাখী মেলায় গ্রামবাংলার বিভিন্ন লোকজ শিল্পের পাশাপাশি গৃহস্থালি সামগ্রী নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন বিক্রেতারা।

এমন গৃহস্থালী পণ্যের জন্য পুরো বছর অপেক্ষা করে চট্টগ্রামের মানুষ। দামও থাকে সাশ্রয়। তাই মেলায় ছুটছে ক্রেতারা।

১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার সূচনা করেন।তাঁর মৃত্যুর পর এই প্রতিযোগিতা জব্বারের বলী খেলা নামে পরিচিতি লাভ করে।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More