নোয়াখালীতে সরকার পতনের যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জনসমাবেশ করবে বিএনপি। শনিবার (২৭ মে) বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জনসমাবেশ সফল করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন দলটির নেতাকর্মীরা।
এদিকে, জনসমাবেশের আগের রাতে শুক্রবার (২৬ মে) নোয়াখালীর সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সহ–সভাপতি আনোয়ার হোসেন রকি সহ বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন– জেলা ছাত্রদলের সহ–সভাপতি আনোয়ার হোসেন রকি, বিএনপি কর্মী মো. নোমান, আলা উদ্দিন ভুঁইয়া, পিএস দুলাল, সজিব ও নূর উদ্দিন।
নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান বলেন, ‘একটি মহল আমাদের আজকের জনসমাবেশকে সামনে রেখে অতি উৎসাহী হয়ে এসব করছে। গণতান্ত্রিক সভা–সমাবেশে বাধা দেওয়ার অধিকার কারো নেই। আমাদের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।‘
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা ও কয়েকজনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তাদের শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
এ.এস.এম.নাসিম/আফ/দীপ্ত নিউজ