বিজ্ঞাপন
সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫

জনগণ দীর্ঘদিন বঞ্চিত, সেদিন যেন ফিরে না আসে: ডা. শফিকুর রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে এমন সরকার হোক, গ্রাম থেকে শহর সব জায়গায় যেন তাদের দায়বদ্ধতা থাকে। জনগণ দীর্ঘদিন বঞ্চিত হয়েছে, সেইদিন যেন আর ফিরে না আসে।

ফেনীর পরশুরামে গেল আগস্টের বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদী তীরের বল্লা মুখা বাঁধ পরিদর্শনে এসে সোমবার (৩ ফেব্রয়ারি) দুপুরে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ফেনীর মুহুরী নদী তীরে স্থায়ী বাঁধ নির্মানের দাবী জানান।

জামায়াত আমীর আরো বলেন, কোন দেশ এভাবে নদীর বাঁধ কেটে অন্য দেশকে বিপদে ফেলতে পারে না। এটার নজির নেই।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নূন্যতম সংস্কারের আগে নির্বাচন হওয়া ঠিক হবে না।

উল্লেখ্য, এই বাঁধটি বন্যার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অন্যায়ভাবে কেটে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। যার ফলে ফেনীসহ কয়েকটি এলাকা ভয়াবহ বন্যার কবলে পড়ে।

এর আগে, জামায়াত আমীর ফেনীর পরশুরামে যাওয়ার পথে ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ডের সুলতানপুরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেয়া ঘর উদ্বোধন করেন। ফুলগাজীতে কবর জিয়ারাতের পর শহীদ ইশতিয়াকের বাবা, মাসহ আত্মীয়স্বজনদের সাথে দেখা করেন।

পরে পরশুরামের নিজকালিকাপুর গ্রামে ভারত সীমান্তবর্তী বল্লামুখা বাঁধ মেরামত কাজ পরিদর্শন করেন। ফেরার পথে চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া উপহারের ঘর উদ্বোধন শেষে পরশুরাম বাজারে পথসভায় বক্তব্য রাখেন। পথসভা শেষে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় নোয়াখালী যাওয়ার পথে দাগনভূঞাতে পথসভায় বক্তব্য রাখবেন।

তার সফর সঙ্গী হিসেবে আছেনজামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানসহ জেলার অন্যান্য নেতারা।

মামুন/আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More