শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আবার জনগণের ভোট কিংবা সমর্থন যদি চান, আবার তাদের কাছে মাফ চান।

আপনারা যে অন্যায় করেছেন বড়ি ঘর পুড়িয়ে দিয়েছেন। মানুষকে হত্যা করেছেন, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। ভুলে গেছেন ১৪১৫ এর কথা, ভুলে গেছেন জঙ্গি উত্থানের কথা। আপনারা এগুলো সবই করেছেন। মানুষকে জালিয়ে পুড়িয়ে মেরেছেন। তখন বঙ্গবন্ধুর কন্যা মানুষের জন্য বান ইউনিট করেছেন। আর আপনারা যেখানে মানুষ কে পেয়েছেন পুড়িয়ে মেরেছেন।

তিনি বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে মাগুরা নোমানী ময়দানে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাগুরা১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন মাগুরা২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চ্যার্টাজী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহসভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্ত্রী আরো বলেন,বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। মার্কিন প্রতিনিধি দল একটি সার্ভে করেছেন, তারাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমর্থন বর্তমানে ৭০ শতাংশ । কাজেই কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধু দেশের নয়, বিশ্বের নন্দিত নেতায় পরিণত হয়েছেন, সমাজকর্মীতে পরিণত হয়েছেন।

তিনি আরো বলেন,আর্মির সহযোগিতায় ক্যান্টনমেন্টের মাধ্যমে যাদের জন্মগ্রহণ করেছিল সেই সমস্ত পার্টির লোকেরা নানান ধরনের আসফলন করছে তারা কিন্তু জনগণ ধারা ধিক্রিত হয়েছেন। জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেজন্য আজকে নতুন নতুন ষড়যন্ত্রের পাইতারা করছে। কখনো এই দেশ কখনো সেই দেশের হাতে পায়ে ধরে তারা একটি বিবৃতি কিংবা কোন একটা কিছু তারা অনুনয় বিনিনয় করে আনার চেষ্টা করছেন। এটা এরকমেরই মনে হয় নিজের নাক কান কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা সেই ধরনের একটা তামাশা আমরা দেখছি।

এর আগে মন্ত্রী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে তা নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে।

 

কাশেমুর শ্রাবণ/ আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More