জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিতিশীলতাকে জঙ্গীরা যেন কাজে লাগাতে না পারে সেলক্ষ্যে সাইবার পেট্রোলিংসহ নানামুখী কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
রংপুরে আজ শনিবার (৭ অক্টোবর) একথা জানান, পুলিশের এন্টিটেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন।
রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে উগ্রবাদ, জঙ্গীবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরে সাংবাদিকদের রুহুর আমিন বলেন, দেশের মাটিতে জঙ্গীবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
তিনি আরও বলেন, চলতি মাস থেকে জেলা ও বিভাগ পর্যায়ে এন্টিটেরোরিজম ইউনিটের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান শুরু হবে।
রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান, রংপুর পুলিশ সুপার ফেরদৌস চৌধুরীসহ অন্যরা।
এসএ/দীপ্ত নিউজ