জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
তফসিল ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, আগামী ২২ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলমান থাকবে।
ফলাফল ঘোষণার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোট গ্রহণের পরপরই গণনা শুরু হবে। পরদিন (২৩ ডিসেম্বর) ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ১২ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এবং ১৮ নভেম্বরের মধ্যে তা দাখিল করা যাবে। ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে ২৩ নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। ২৪ থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
এরপর ২৭ থেকে ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। ৯ ডিসেম্বর প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থীরা ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও একই দিনে গণনা শেষে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।