নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যুবরণ করেন।
নিহত যুবক মো. সুমন (২৬) সিলেটের সুনামগঞ্জ থানার ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। নারায়ণগঞ্জের ফতুল্লার নরসিংহপুর তারা স্পিনিং মিলের শ্রমিক বলে জানা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।
নিহত সুমনের স্ত্রী আসমা আক্তার জানান, ‘আমার স্বামী নরসিংহপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি ওই এলাকায় তারা স্পিনিং মিল নামে একটি কারখানায় মেকানিক্যাল পদে চাকরি করতেন। ভোর সকালে বাসা থেকে পায়ে হেঁটে নিজ কর্মস্থল তারা স্পিনিং মিলে যাওয়ার সময় পথিমধ্যে ছিনতাইকারীরা তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ কিছু টাকা হাতিয়ে নেয়। এ সময় তিনি বাধা দিলে তাকে ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে দৌড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।’
নিহত সুমনের সহকর্মী ইব্রাহিম জানান, খবর পেয়ে আমরা তাকে উদ্ধর করে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে এবং পরে ঢাকায় নিয়ে এলে চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে একজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে আনা হয়েছিল। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি রেজাউল হক দিপু বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
এমি/দীপ্ত