সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বরিশালে শিল্পীদের কর্মসূচি, ছবির ভাষায় প্রতিবাদ জানাতে সারা দেশের শিল্পীদের মিলনমেলা অনুষ্ঠিত
” দেশ আমার, সিদ্ধান্ত আমার। নির্ভয়ে চলো বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে ধারণ করে শুক্রবার (১৭ নভেম্বর) শিল্পীরা রং তুলির আঁচড়ে প্রকাশ করে তাদের প্রতিবাদের ভাষা।
নগরের অশ্বিনী কুমার হলে দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে অংশ নেন শতাধিক শিল্পী । বৈশ্বিক প্রেক্ষাপটের সম্রাজ্যবাদী শক্তির উত্থান এবং দুর্বলদের দমনের প্রতিবাদের ভাষা হয়ে ওঠে শিল্পীদের রং তুলির আঁচর। প্রতিটি ক্যানভাসে ফুটে ওঠে বিশ্বব্যাপী দমন নিপীড়ন এবং তার প্রতিবাদের ভাষা।
দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীদের সাথে যুক্ত হয় স্থানীয় শিল্পী এবং ক্ষুদে শিল্পীরাও। অনেক অভিভাবক শিশুসন্তানদের নিয়ে যোগদান এই প্রতিবাদী কর্মসূচিতে।
আয়োজকরা জানান বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর থেকেই সাম্রাজ্যবাদের আগ্রাসনের শিকার হচ্ছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নগ্ন ভাবে হস্তক্ষেপ করছে। এর প্রতিবাদ জানাতে চিত্রশিল্পীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে।
ছবি আঁকার পাশাপাশি দিনব্যাপী চলে, প্রদর্শনি, পুরস্কার বিতরণ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এ কর্মসূচি।
মর্তুজা জুয়েল/মোরশেদ আলম/দীপ্ত নিউজ