জয় দিয়ে ইউরোপিয় ফুটবলের সবচেয়ে মর্যাদার আসরের নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফরাসি ক্লাব মার্শেইকে ২–১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। পেনাল্টি থেকে গোল দুটি করেন কিলিয়ান এমবাপে। জয় পেয়েছে আর্সেনালও। কিন্তু জুভন্টাস–ডর্টমুন্ডের আট গোলের রোমাঞ্চকর ম্যাচে জিতলো না কেউই।
মঙ্গলবার রাতের খেলায় সান্তিয়াগো বার্নাব্যুতে ৪–২–৩–১ ফরমেশনে দল সাজান আলোনসো। প্রথমার্ধে ৪৬ শতাংশ বল দখলে রেখে মার্শেই জালে ১৮টি শট নেয় লস ব্লাঙ্কোরা। ম্যাচের ২২তম মিনিটে কাউন্টার–অ্যাটাকে এগিয়ে যায় মার্শেই। বিরতির আগেই ১–১ সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে রিয়াল। ৬৩ মিনিটে বদলি হিসেবে নামেন ভিনিসিয়ুস জুনিয়র। তার ঠিক ৭ মিনিট পর দশ জনের দলে পরিণত হয় রিয়াল। ৮০ মিনিটে পেনাল্টি পায় তারা। নিজেদের দ্বিতীয় গোল আদায় করতে বেশি সময় নেননি এমবাপ্পে। এই গোলই ম্যাচের ইতি টেনে দেয়।
চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪–২৫ মৌসুমে শেষ চারে জয়রথ থেমেছিলো আর্সেনালের। শক্তিশালী আক্রমণভাগের পাশাপাশি ভারসাম্যপূর্ণ দল নিয়েও কূলে গিয়ে পিএসজির ধাক্কায় গানারদের তরী ডুবে। তবে নতুন মৌসুমের স্বপ্নযাত্রার শুরুটা হয়েছে আতলেতিক বিলবাওয়ের বিপক্ষে ২–০ গোলের জয় দিয়ে। গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও লিয়ান্দ্রো ট্রোসার্ড গোল দুটি করেন। দীর্ঘ ১০ বছর পর আসরে ফিরে শুরুটা প্রত্যাশা অনুযায়ী করতে পারেনি আতলেতিক।
এদিকে প্রথমার্ধে গোলশূন্য ম্যাড় ম্যাড়ে ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে গোল উৎসবে মেতে উঠে গ্যালারির দর্শকরা। জুভেন্টাস–বরুশিয়া ডর্টমুন্ড, দুদল মিলে ৮ গোল করেও জয় পায়নি কেউই। টুর্নামেন্টের মঙ্গলবার রাতের ম্যাচটি হয়েছে ৪–৪ গোল সমতায়। ঘরের মাঠে ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত ৪–২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত এক পয়েন্ট পায় জুভারা।
মোহাম্মদ হাসিব/এজে/দীপ্ত সংবাদ