লা লিগার শিরোপা ধরে রাখার মিশন সুখকর হলো না রিয়াল মাদ্রিদের। মায়োর্কার বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে আনচেলেত্তির শিষ্যরা। আর স্টামফোর্ড ব্রিজে মৌসুমের প্রথম বড় ম্যাচে চেলসিকে ২–০ গোলে হারিয়ে ২০২৪–২৫ মৌসুম শুরু করল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না রিয়ালের। মায়োর্কার বিপক্ষে পয়েন্ট হারানোর পাশাপাশি, ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেছেন ফেরল্যান্ড মেন্দি। এছাড়াও উয়েফা সুপার কাপে গোল করে অভিষেকটা রাঙালোও লিগের প্রথম ম্যাচেই ফ্লপ কিলিয়ান এমবাপ্পে।
যদিও দুই ব্রাজিলিয়ানের নৈপূণ্যে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সে ভিনিসিউসের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে ডান পায়ে শট নেন রদ্রিগো, তাতেই ডেডলক হয় রিয়ালের। তবে দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সমতায় ফেরে মায়োর্কা। রদ্রিগেসের কর্নারে জোরাল হেডে ঠিকানা খুঁজে নেন কসোভোর ফরোয়ার্ড মুরিচি। এরপর আর ব্যবধান বাড়াতে পারেনি লস ব্ল্যাঙ্কোরা।
অন্যদিকে ম্যানসিটির হয়ে নিজের শততম ম্যাচে ৯১তম গোলের দেখা পেয়েছেন নরওয়েজীয় স্ট্রাইকার হল্যান্ড। জিতেছে তার দলও। শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচেই চেলসিকে হারিয়েছে ২–০ গোলে।
ম্যাচের ১৮তম মিনিটেই হলান্ডের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। যদিও এরপর দুই দলই আরো দুটি গোল করলেও তা বাতিল হয় অফসাইড সিগন্যালে। তবে চেলসির বিপক্ষে টানা নয় ম্যাচ অপরাজিত থাকা ম্যানসিটি ঠিকই আরো একটি গোল দিয়ে বসে। ৮৪ মিনিটে কোভাচিচ নিজের পুরোনো ক্লাবের বিপক্ষে দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুন করেন।