অনেক টানপোড়েনের পর অবশেষে ঘোষণা করা হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি‘র এবারের আসরের কাউন্টডাউন শুরু হয়েছিলো অনেক আগে। সূচিও ঘোষণা করার কথা ছিলো ন্যূনতম তিন মাস আগে। কিন্তু হাইব্রিড মডেল নিয়ে ভারত–পাকিস্তানের দ্বিধাগ্রস্ত অবস্থান ক্রমেই সেই সময় পিছিয়ে দিয়েছে। দুবাইকে বেছে নেওয়ার হয়েছে নিরপেক্ষ ভেন্যু হিসেবে। তাদের হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে ২৩ ফেব্রুয়ারি, দুবাইয়ে।
৮ দলের টুর্নামেন্টে সর্বমোট ১৫ টি ম্যাচ হবে। গ্রুপপর্বের ম্যাচগুলো হবে ২ মার্চ পর্যন্ত। এরপর ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনাল এবং ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে তিন ম্যাচের জন্য রয়েছে রিজার্ভ ডে।
আল