ফেনীতে চুরি হবার ১১ দিন পর একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার জড়িত দুইজনকে গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুইজন হলেন– রাজিনুল করিম ভূঞা রাজন(১৯) ও আসফাতুল ইসলাম মাহিন (২১)।
পুলিশ জানায়, ১৯ আগষ্ট রাতে ফেনী পৌরসভার পূর্ব উকিলপাড়া দাউদ পোল, শরীয়ত উল্লাহ ম্যানশন থেকে মামলার বাদী আবু সাঈদ সেলিমের মালিকীয় কালো রংয়ের চুরি হয়। যার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
মামলাটি রুজু হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা ফেনী থানার এসআই নারায়ন চন্দ্র দাশ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায় ও স্থানীয় লোকজনদের তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত রাজন ও মাহিনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার ও তাদের হেফাজত হতে বাদীর চোরাই যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করেন।
ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করে আজ বুধবার জেল হাজতে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।
এসএ/দীপ্ত নিউজ