১৮৫৯ সালে নির্মিত বাংলাদেশের প্রথম চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে দ্বিতল বিশিষ্ট আধুনিক স্টেশন ভবন, কার পার্কিং প্লাটফর্ম ও শেড পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায়ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সোলায়মান হক।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার, প্রধান প্রকৌশলী আসাদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম ,সাবেক মেয়র রিয়াজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিদ্যমান স্টেশন ভবনটি ভেঙ্গে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত স্টেশনভবন নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত স্টেশন পাবেন চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার মানুষেরা। ১০ কোটি ১৮ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হবে দ্বিতল বিশিষ্ট আধুনিক স্টেশন ভবন, কার পার্কিং, প্লাটফর্ম ও শেড পুনঃনির্মাণ।
বক্তারা আরও বলেন, আধুনিক সুবিধা সম্বলিত ১২৪৭০ বর্গ ফুট ফ্লোর এরিয়ার দ্বিতল স্টেশনে যাত্রী সাধারণের আরামদায়ক ও নিরাপদ গতিবিধির লক্ষ্যে স্টেশন ভবনের প্লাটফরমকে ১২ ফুট থেকে ২৫ ফুট প্রশস্ত করা হবে। এছাড়া স্টেশন ভবনের সেড আধুনিকায়ন এবং স্টেশনের সামনে সুবিশাল ও দৃষ্টিনন্দন আধুনিক পার্কিং তৈরি করা হবে।
এসএ/দীপ্ত নিউজ