চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত থেকে ১১টি স্বর্ণেরবার সহ তরিকুল ইসলাম (৩২) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সুলতানপুর সীমান্ত থেকে সোনার বারসহ তরিকুলকে আটক করা হয়।
আটককৃত তরিকুল ইসলাম দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের শুকুর আলীর ছেলে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি‘র) পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্ত পিলার ৭৮/৬–আর হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাঝাডাঙ্গা পাঁকা রাস্তার পার্শে এ্যাম্বুশ করে। সময় আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে একজন ব্যক্তি পাঁয়ে হেটে ঝাঝাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে সীমান্তর দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল তাকে চ্যালেঞ্জ করে।
বিজিবি সশস্ত্র টহল দলকে দেখে পাচারকারী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে তাকে ধাওয়া করে আটক করে। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালে তার কাছে কোন চোরাচালানী পণ্য নেই বলে জানায় বিজিবি টহলকে।
পরে পাচারকারী তরিকুল ইসলামের দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাজে অভিনব কায়দায় লুকায়িত সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ছোট বড় ১১টি স্বর্ণের বার (৮১৬ গ্রাম) এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত সোনার বারের বাজার মূল্য আনুমানিক ৭০ লাখ টাকা।
তিনি আরো জানান, এঘটনায় নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করতঃ আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর এবং আটককৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
জান্নাতুল আওলিয়া /আল/দীপ্ত সংবাদ