চুয়াডাঙ্গায় মাদক মামলায় রুস্তম আলী (৩৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১য় আদালতের বিচারক হুমায়ুন কবির সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামী রুস্তম আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর (হল্ট স্টেশন পাড়ার) মৃত নুরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ই এপ্রিল বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশন এলাকার রুস্তমের চায়ের দােকানে অভিযান চালায়। এ সময় রুস্তমের চায়ের দােকানের পাশে রেল লাইন এলাকা থেকে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ রুস্তমকে আটক করা হয়।
এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী বাদী হয়ে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ–পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা মিলন কুমার মুখার্জী একই বছরের ২০শে মে রুস্তম আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
৬ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১য় আদালতের বিচারক হুমায়ুন কবির সরকার আসামীকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
জান্নাতুল আওলিয়া/মোরশেদ আলম/দীপ্ত নিউজ