দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গায় দুই দিনের গরু মেলা শুরু হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে গরুর রাজধানী খ্যাত এ জনপদে ছুটে আসেন সারাদেশের তিন হাজারেরও বেশি খামারি।
চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে মেলার আয়োজন করে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ)। মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া মিলে ত্রি–জেলা গরু মেলা উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।
বাংলাদেশ ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা: মোহাম্মদ রেয়াজুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।
প্রদর্শনীতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, দেশে শিক্ষিত তরুণেরা আধুনিক পদ্ধতিতে গরু পালনের দিকে ঝুঁকছেন। মূলত সবার সঙ্গে সবার যোগাযোগ প্রতিষ্ঠা এ প্রদর্শনীর উদ্দেশ্য।
আলোচনা সভা শেষে দুপুরের পর জমে উঠে গরু মেলা। এ আয়োজনে গরু প্রদর্শনী ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাম্প শো। র্যাম্পে হেঁটে বেড়িয়েছে ৩৮টি গরু, আর মেলায় তোলা হয় ২৫২টি বিভিন্ন জাতের গরু।
মেলাতে কম দামে গরুর সুষম খাদ্য তৈরি ও জাত উন্নয়নবিষয়ক দুটি প্রশিক্ষণ পরিচালনা করেন বিশেষজ্ঞরা।
এসএ/দীপ্ত নিউজ