“বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে” এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই (রবিবার) সকাল ৯ টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন উপস্থিত থেকে র্যালীটির নেতৃত্ব দেন।
চুয়াডাঙ্গা সদর থানা থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান বাংলাদেশ পুলিশ প্রধান ( আইজিপি) এর নির্দেশমতে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গার ৫ টি থানা অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে। সে জন্য পুলিশের সব ইউনিটের পক্ষ থেকে নেয়া হয়েছে গুরুত্বপূর্ণ উদ্যোগ।
আফ/দীপ্ত নিউজ