“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ মডেল। দুর্যোগ মোকাবেলা করা না গেলেও সতর্কতার কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। চুয়াডাঙ্গা খরা প্রবণ এলাকা। পরিবেশ রক্ষায় কীভাবে মোকাবেলা করতে হবে তার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখানে গাছের পরিমাণ কম। তবে গাছ লাগানোর হার বেড়েছে। আগুন লাগার হার বেশি। আগুন মোকবেলায় সচেতন হতে হবে। তাই সম্মিলিতভাবে মোকাবেলা করে দুর্যোগ প্রশমন করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সহকারি পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভুইয়া, জেলা ত্রান ও পূবার্সন কর্মকর্তা মিজানুর রহমান, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক রফিকুজ্জামান প্রমুখ।
জান্নাতুল আওলিয়া/পূর্ণিমা/দীপ্ত নিউজ