চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১–০ গোলে হারিয়ে, ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর টানা তৃতীয় হারে টেবিলের পঞ্চম স্থানে নেমে গেল ব্রাজিল।
রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে, সুপার ক্লাসিকোতে মুখোমুখি হয় ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে ম্যাচ শুরুর আগেই স্ট্যান্ডে তুমুল মারামারি। পুলিশের সাথে দর্শকদের রীতিমত সংঘর্ষের পর, গ্যালারি ঠাণ্ডা হতে সময় লাগে প্রায় আধ ঘণ্টা।
আগামী বিশ্বকাপের বাছাইয়ে টানা চার জয়ের পর গত ম্যাচে উরুগুয়ের কাছে হারে গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখার তাড়া থাকলেও, নিজেদের চেনা ছন্দে ফিরতেই প্রথমার্ধ পেরিয়ে যায় মেসি–আলভারেজ–এনজো ফার্নান্দেজদের। অন্যদিকে চোটে জর্জরিত ব্রাজিলও খেলতে পারেনি নিজেদের মত।
বিরতির পর জমে ওঠে দ্বৈরথ। তবে ব্যবধানটা আসে আরও পরে।
৬২ মিনিটে লিওনেল মেসির দারুণ প্রচেষ্টা, এলিসন বেকার রুখে দিলেও পরের মিনিটেই বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন নিকোলাস ওটামেন্ডি।
রাফিনহা–এন্ডরিকদের একাধিক সুযোগ আর্জেন্টিনার রক্ষণে থেমে যাওয়ার পর ৮১ মিনিটে লাল কার্ড দেখতে হয় জোয়েলিন্টনকে। এরপর আর দশ জন নিয়ে আর্জেন্টিনার সাথে পেরে ওঠেনি ব্রাজিল।
হারের ফলে ব্রাজিলের দুঃসময় বাড়ল আরও। টানা তৃতীয় হারে ফের্নান্দো জিনিসের দল নেমে গেল পঞ্চম স্থানে। ফলে বিশ্বকাপের বাছাইয়ের পথটা আরও কঠিন হয়ে গেল পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য।
এসএ/দীপ্ত নিউজ