বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। এই ব্যান্ডটি অতিক্রম করেছে দীর্ঘ ২০ বছর। তাই বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে (সেন্ট্রাল ফিল্ড) উদযাপিত হয়েছে ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ কনসার্ট।
বিশেষ অতিথি ছিলেন ব্যান্ড সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি মাকসুদুল হক (ঢাকা), ফুয়াদ নাসের বাবু (ফিডব্যাক), নকীব খান (রেনেসাঁ), ব্যান্ড মাইলস ও জনপ্রিয় তারকা জয়া আহসান।
লাইভ পারফরম্যান্সে তারা অর্জন করেছে লক্ষ-কোটি মানুষের ভালোবাসা। দুই দশকে বাংলা গানে নিয়ে আসা এই অনবদ্য বিপ্লবকেই উদযাপন করছে চিরকুট। ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এই কনসার্টের টিকেটমূল্য ছিল ৫০০ টাকা। কনসার্টটি আয়োজন করছে সল্ট ক্রিয়েটিভস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে যাত্রা শুরু করে গত ২০ বছরে চিরকুট অর্জন করেছে অভূতপূর্ব সাফল্য। বাংলা গানকে সগৌরবে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।
যূথী/দীপ্ত সংবাদ