বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজানে চিনির কোনো সংকট হবে না। বাজারে চিনির সংকট না হওয়ার বিষয়ে মিল মালিকরা আশ্বস্ত করেছেন। মিল মালিকদের কাছে পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত আছে।
তিনি আরও বলেছেন, সম্প্রতি একটি চিনির গুদামে আগুন লাগার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করে বিভিন্ন মিলের সঙ্গে যোগাযোগ রাখছি।
আরও পড়ুন: ৪১ ঘণ্টায় নিভেনি চট্টগ্রাম চিনিকলের আগুন
বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর কলোনি বাজার পলিটেকনিক মাঠে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টিসিবি এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির মাধ্যমে ১ কোটি লোককে প্রতি মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে। ১৬৩ টাকার তেল দিচ্ছি ১০০ টাকায়, ১৪০ টাকার চিনি দিচ্ছি ৭০ টাকায়।
আহসানুল ইসলাম টিটু বলেন, টিসিবির পণ্য কিনতে গ্রাহকদের ভোগান্তি কমাতে টিসিবির ডিলারশিপের দোকানগুলো নির্দিষ্ট করে দেওয়া হবে।
সুপ্তি/ দীপ্ত নিউজ