নাটোরের লালপুরে অভিনব কায়দায় মাদক বহনকালে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার(৯ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব–৫।
আটককৃতরা হলো–লালপুর উপজেলার উত্তর লালপুর এলাকার জিয়া ঘোষের ছেলে জুমাত ঘোষ এবং অপরজন একই উপজেলার ঈশ্বরপাড়া পূর্বপাড়ার সোনাউল্লাহ প্রামানিকের ছেলে আলমগীর প্রামানিক।
নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে লালপুর উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় চানাচুর বিক্রির ড্রামে করে পাঁচ কেজি শুকনো গাঁজা বহন কালে জুমাত ঘোষ ওরফে জুলমতকে(৩২) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুসারে অভিযান চালিয়ে জব্দকৃত গাঁজার মুল কারবারি আলমগীর প্রামানিককে (৪৫) তার নিজ বাড়ির এলাকা থেকে আটক করা হয় এবং হায়দার আলী ও রাজু প্রামানিক নামে অপর দুইজন পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলে সাক্ষীদের সামনে স্বীকার করে। এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।
সাহেদুল আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ