চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের ইয়ার্ড থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার পরে চাঁপাইনবাবগঞ্জ–সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে।
এরআগে ট্রাকে থাকা কয়েকবস্তা ভারত থেকে আমদানি করা বাদাম পুড়ে নষ্ট হয় এবং ট্রাকের সামনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন।
পুুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, অতর্কিত ভাবে দুর্র্বৃত্তরা ট্রাকটিতে পেট্রলবোমা নিক্ষেপ করলে বাদামের বস্তায় আগুন লাগে। ট্রাক চালক আতঙ্কিত হয়ে নিয়ন্ত্রণ হারালে সামনের দিকের অংশে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে হতাহত হয়নি কেউই। ঘটনার সময় অর্ধশত আমদানি পণ্যবাহী ট্রাক সড়কেই আটকা পড়ে।
ওসি মো.সাজ্জাদ হোসেন বলেন, আমদানি পণ্যবাহী ট্রাকে পেট্রল বোমা হামলা নিক্ষেপ করার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পেট্রল বোমার আগুনে বাদামের কয়েকটি বস্তা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
হামলার ঘটনায় দুর্বত্তদের ধরতে অভিযান শুরু হয়েছে। পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে ছেড়ে যেতে নিরাপত্তা দেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
তারেক রহমান/মোরশেদ আলম/দীপ্ত নিউজ