চাঁদপুর–লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের কর্মী–সমর্থকরা।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ পৌর বাস স্ট্যান্ড এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এম এ হান্নানের মনোনয়নের দাবিতে সড়ক অবরোধ করে।
এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ফরিদগঞ্জ–লক্ষ্মীপুর সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ফরিদগঞ্জ পৌর বাস স্প্যান্ডে জড়ো হয় বিএনপি নেতা হান্নানের সমর্থকরা। মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত রাজপথে থাকার কথা জানান হান্নানের সমর্করা।
ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
কর্মী সমর্থকদের দাবি, এম এ হান্নান দীর্ঘ ১৭ বছর দলীয় নেতাকর্মীদের আগলে রেখে সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি রাজনৈতিক কারণে কারাবরণ করেছেন। তার মতো ত্যাগী নেতাকে আাগামী ৭২ ঘণ্টার মধ্যে মনোনয়ন দেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এদিকে একই দাবিতে এম এ হান্নানের কর্মী–সমর্করা গত মঙ্গলবার ফরিদগঞ্জ–লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
চাঁদপুর–৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশীদকে মনোনয়ন দেয় দলটি।