চট্টগ্রামে সংঘবদ্ধ ডাকাত চক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাব–৭। শনিবার (১৫ এপ্রিল) রাতে চট্টগ্রামের বিমানবন্দর সড়ক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ তাদের আটক করা হয়।
প্রবাসীদের স্বর্ণালংকার ও মালমাল লুট, পাসপোর্ট কেড়ে নিয়ে ব্ল্যাকমেইল করে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়া, সুযোগ বুঝে বাসে ডাকাতি ও সিএনজি অটোরিকশা চুরি করা এদের পোশা।
রবিবার (১৬ এপ্রিল) দুপুরে র্যাব–৭ এর চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পরিচালক মো: নুরুল আবছার বলেন, আটককৃতরা কখনো রাতের আঁধারে বাসে তাকাতি আবার কখনো বা মহাসড়কে সিএনজি অটোরিকশা চুরি করে। তবে বেশি টার্গেটে থাকে প্রবাসীদের স্বর্ণালংকার লুট করা ।
শনিবার রাতে চট্টগ্রামের বিমানবন্দর সড়ক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ আন্ত:জেলা ডাকাত দলের সংঘবদ্ধ ১১ সদস্যকে আটক করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা ।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো ছুরি ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটককৃতদের অনেকের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অনু/দীপ্ত সংবাদ