চট্টগ্রাম রাউজান উপজেলায় মো. সেলিম (৪২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৬ জুলাই) বেলা ১২টায় উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাটে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি সদস্য সচিব এবং কদলপুর ৬ নম্বর ওয়ার্ড শমসের পাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত আমির হোসেনের পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, বেলা ১১টায় সেলিম তার স্ত্রী ফেরদৌস আকতার ও মেয়ে সাবরিনাকে সঙ্গে নিয়ে চাচি শাশুড়ির জানাজা শেষে বাড়ি ফিরছিলেন। ঈশান ভট্টের হাট থেকে ওষুধ কেনার জন্য মোটরসাইকেল থামানোর পরপরই সিএনজিচালিত অটোরিকশা থেকে বোরকা পরা ২ জন কালো মুখোশ পরিহিত অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি করে চলে যান।
স্ত্রী ফেরদৌস আকতার বলেন, “ওষুধ কিনে মোটরসাইকেলে উঠতেই গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশপাশে থাকা কেউ এগিয়ে আসেনি। পরে আমি ও কয়েকজন মিলে সিএনজি করে সেলিম‘কে হাসপাতালে নিয়ে যাই কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
রাউজান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএ