বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছর ১৪৩০ কে বরণ করে নিয়েছে চট্টগ্রাম বাসী। রমজানের কারণে আনুষ্ঠানিকতার পরিধি একটু কম হলেও বর্ষবরণে আন্তরিকতার ঘাটতি ছিল না নগরবাসীর।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৮ টা থেকে ৩২ টি সাংস্কৃতিক সংগঠন মিয়ে সিআরবির সিরিষ তলায় আয়োজন করে বর্ষবরণের উৎসব।
পুব আকাশের নতুন সুর্যকে বরণ করতে ভোর থেকেই নগরীর ডিসি হিলের মুক্ত মঞ্চে চলে নানান আনুষ্ঠানিকতা। একক ও দলিয় নৃত্য, গান ও আবৃত্তিতে ফুটিয়ে তোলা হয় হাজার বছরের বাঙালী সংস্কৃতিকে।
সকাল ৯ টায় শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকায় বাংলা নতুন বছরকে বরণ করে নিতে নানান আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
তবে, রমজানের কারণে প্রশাসনের অনুরোধে সকাল ৬ টা থেকে ১২ টার মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।
আফ/দীপ্ত সংবাদ