বন্যার পানিতে চট্টগ্রাম রাউজানের উরকির চরে পানির স্রোতে নৌকা উল্টে এক ব্যাবসায়ী নিখোঁজ হয়েছেন। শাহেদ হোসেন বাবু নামে এই তরুণ উদ্যেক্তা নৌকা ডুবে নিখোঁজ হবার ৩ মিনিট আগের করা ভিডিওটি সোশাল মিডিয়ায় দেয়া হয় ।
নিজে চালাচ্ছিল ডিংঙ্গি নৌকা। বন্যায় নিজের মৎস্য ও গরুর খামার ডুবে যাওয়ায় কাজ শেষ করে লোকজন সহ ডিংঙ্গি নৌকা যোগে হালদা নদীর শাখা খাল দিয়ে পাশ্ববর্তী বাড়ি ফিরছিলেন।
সোমবার (৭ আগস্ট) রাত ৮ টার কাছাকাছি সময়ে তাদের নৌকা বাড়িঘোনা বীজের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। সে সময় অন্য তিনজন সাঁতরিয়ে উঠতে পারলে ও শাহেদ স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী এবং পরবর্তী ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধার কার্যক্রমে যোগ দেয়।
রাতভর উদ্ধার অভিযান চালায় তাঁরা। কিন্তু খোঁজ পায়নি শাহেদের। সকালে ডুবরি দল কাজ শুরু করেছে।
রুনা আনসারী/ আল/ দীপ্ত সংবাদ