চট্টগ্রামে পাচারের সময় উদ্ধার করা হয়েছে বিপন্ন প্রজাতির ৫টি মুখপোড়া হনুমান।
রবিবার (৫ নভেম্বর) বিলুপ্ত প্রজাতির এসব হনুমান উদ্ধার করে পুলিশ। একইসাথে পাচার চক্রের ৩ সদস্যকে আটক করা হয়
পুলিশ জানায়, চট্টগ্রাম রুট ব্যবহার করে দুর্লভ প্রাণি পাচারে যুক্ত ছিল একটি সিন্ডিকেট।
বাকলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানিয়েছে, আন্তর্জাতিক পাচার মূলত পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিপন্ন প্রাণী সংগ্রহ করে সীমান্ত দিয়ে দেশের বাইরে পাচার করে।
এর আগে গত ৩০ অক্টোবর বিপন্ন দুটি গোরখোদক উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ। এ সময় পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এসএ/দীপ্ত নিউজ