চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় এক সাংবাদিকসহ দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর–পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন গাটিয়াডেঙ্গার মদিনা নগর এলাকার বাসিন্দা ইংরেজি দৈনিক দ্য ডেইলি ইভিনিংয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম কামরুল ইসলাম ও উত্তর–পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার আব্দুর রহিমের ৫ বছরের শিশু পুত্র মোহাম্মদ রাফি।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন শিশুটির অবস্থা গুরুতর। তার শরীরে গুলি লেগেছে। সেই সঙ্গে কামরুল ইসলামের শরীরেও গুলি লেগেছে। তাদের চিকিৎসা চলছে।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াছির আরাফাত বলেন, রবিবার দুপুর ১টার দিকে গাটিয়াডেঙ্গা এলাকায় শামসুল ইসলামের চায়ের দোকানে বসে কথা বলছিলেন কামরুল। এ সময় মুখোশধারী ১০–১২ জন দুর্বৃত্ত কামরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কামরুল ও দোকানের ভেতরে থাকা রাফি গুলিবিদ্ধ হন। রাফি দোকানি শামসুল ইসলামের নাতি। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এফএম/দীপ্ত সংবাদ