চট্টগ্রামের হালিশহর রিং রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ জানান, রাত ১১ টায় নগরীর হালিশহর বেড়িবাঁধের রিং রোডের দিয়ে আসার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে একটি পণ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলে মোটলসাইকেল আরোহী দুই শিক্ষার্থী ছিটকে পড়ে গুরুতর আহত হয়৷ ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন– শাহরিয়ার আজিজ অনিক ও মো. সোহান। অনিক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালী ও সোহানের বাসা আগ্রাবাদ ব্যাংক কলোনি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রুনা আনসারী/এজে/দীপ্ত সংবাদ