বুধবার, মার্চ ১২, ২০২৫
বুধবার, মার্চ ১২, ২০২৫

চট্টগ্রামে জটিল রোগে আক্রান্ত ৯০জনকে আর্থিক সহায়তা প্রদান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের জনগনের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন বলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (১ এপ্রিল) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত চট্টগ্রামের ৯০জন রোগীকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে একটি আধুনিক, গতিশীল রাষ্ট্রে পরিণত করার পাশাপাশি তৃণমুল পর্যায়ে অসহায় দরিদ্রদের মানবিক সহায়তাসহ সমাজিক নিরাপত্ত বলয় বাড়িয়েছেন। সরকার এই মধ্যে জনগনের জন্য পেনশন স্কীম চালু করার উদ্যোগ নিয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে জনগনের ভাগ্যের পরিবর্তন ঘটে। এ জন্য আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে আবারো নির্বাচিত করতে হবে।

জেলা প্রশাসক আবুল বাসার মো: ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা।

অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত চট্টগ্রাম মহানগরের ৯০ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়। পরে রোগীদের হাতে সরকারী সহয়তার অর্থ তুলে দেয়া হয়।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More