ঘূর্ণিঝড় ‘রেমাল‘ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রাক–বর্ষা মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়। রেমালের ঝুঁকির কথা মাথায় রেখে কলকাতা বিমানবন্দর এরই মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে।
শনিবার (২৫ মে) কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমান ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতির কথা বিবেচনা করে কলকাতা বিমানবন্দর ফ্লাইট পরিচালনা ২১ ঘণ্টার জন্য স্থগিত করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কলকাতাসহ পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে পারে–এমন আশংকায় রবিবার (২৬ মে) দুপুর থেকে সোমবার (২৭ মে) সকাল ৯টা পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ মোট ৩৯৪ টি ফ্লাইট ওঠা–নামা বন্ধ থাকবে।
উল্লেখ্য, ২২ মে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়।
এসএ/দীপ্ত সংবাদ