ঘূর্ণিঝড় দানা‘র প্রভাবে বরগুনার বেতাগী উপজেলায় গাছ চাপা পড়ে আশ্রাফ আলী (৬১) নামের এক ব্যাক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে হঠাৎ ঝড়ো হাওয়ায় বেতাগী উপজেলা ছোট মোকামিয়া নামক এলাকায় গাছ ভেঙে চাপা পড়ে এ নিহতের ঘটনা ঘটে।
নিহত ওই ব্যাক্তি বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা নামক এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে বেতাগীর ছোট মোকামিয়া নামক এলাকায় রওয়না হন আশ্রাফ আলী। এ সময় ঘূর্ণিঝড় দানা‘র প্রভাবে হঠাৎ করে দমকা হাওয়া শুরু হলে একটি চাম্পল গাছ ভেঙে পড়ে তিনি চাপা পরেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় দানা‘র প্রভাবে বেতাগীতে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে আশ্রাফ আলী নামক একজনের মৃত্যুর খবর পেয়েছি।
শাহ/ আল/ দীপ্ত সংবাদ