সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার (২৬ অক্টোবকর) ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
দশ দলের পয়েন্ট তালিকায় সবার নীচে অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। আর রানরেটে সামান্য একটু এগিয়ে থেকে নবম স্থানে শ্রীলঙ্কা। খাদের কিনারে দাঁড়িয়ে থেকে এশিয়া–ইউরোপের লড়াইটা তাই ঘুরে দাঁড়ানোর সুযোগও।
যে ফর্ম আর ভবিষ্যত বাণী নিয়ে বিশ্বকাপে আসে ইংল্যান্ড তাতে এখন বলাই যায় যত গর্জে তত বর্ষে না। একমাত্র বাংলাদেশকে হারানো ছাড়া সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডের কাছে তো ইংলিশরা হেরেছেই। তার ওপর আফগানদের কাছে হেরে থ্রি–লায়ন্সদের মনোবলটাই এখন ভারত মহাসাগরে ভেসে যাওয়ার অবস্থা।
শ্রীলঙ্কা অবস্থাও টিয়ার অব ইন্ডিয়ান ওশেনের মতো। নেদারল্যান্ডস ছাড়া বাকী তিন ম্যাচেই হারতে হয়েছে বড় ব্যবধানে। দলে নেই কোন ম্যাজিক ম্যান, যার ব্যাটে–বলে কৈলাস ডিঙানো যায়। তাই এই শ্রীলঙ্কা কতটুকু এগোতে পারে তা সময়ই বলে দিবে।
তবে পরিসংখ্যানেও এগিয়ে ইংলিশরা। বিশ্ব আসরে ১১ বারের দেখায় ৬ জয় তাদের। যদিও গত আসরে লঙ্কানদের কাছেই হারতে হয় বাটালার বাহিনীকে।
এসএ/দীপ্ত নিউজ