নারায়ণগঞ্জের একটি স্টিল মিলে গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ শ্রমিক মোজাম্মেল হক (৩০) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত মোজাম্মেল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিশগিরীপাড়া গ্রামের মৃত নূর হোসেনের ছেলে।
জানা গেছে, শনিবার ভোরে নারায়ণগঞ্জের গোদনাইলের শারমিন স্টিল লিমিটেড নামের কারখানায় গ্যাস বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়। এর মধ্যে চারজনের বাড়িই শেরপুরের নালিতাবাড়ীতে। ১৫ দিন আগে নারায়ণগঞ্জের একটি স্টিল কোম্পানিতে চাকরি নেন মোজাম্মেল। গত ১৪ অক্টোবর শনিবার ভোরে গ্যাস বিস্ফোরণে মোজাম্মেল দগ্ধ হন।
পরে তাকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু ঘটে। মোজাম্মেল এর মৃত্যুতে স্বজনদের আহাজারি থামছেনা কোনভাবেই।
মঞ্জুরুল আহসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ