গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাওয়ায় নলকূপে পানি উঠছে না। এতে করে খাবার পানির সংকটে ভুগছে উপজেলার ৬ ইউনিয়নের মানুষ। দীর্ঘ দিন থেকে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় ও নদীতে পানি না থাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা।
গোবিন্দগঞ্জের সাপমারা, ইউনিয়নের চকরহিমাপুর, খামারপাড়া, সাপমারা, সাহেবগঞ্জ, মেরী, তরফকামাল, কাটাবড়ী ইউনিয়নের মাহমুদবাগ, বাগদা, বাগদা কলনী, বেলতলা, গুমানীগঞ্জ ইউনিয়নের তরফমনু, কাইয়াগঞ্জ, পরগয়রা, গুমানীগঞ্জ, ফুলপুকরিয়া সহ উপজেলার কামদিয়া, রাজাহার শাখাহার ইউনিয়নের বিভিন্ন স্থানে খাবার পানির সংকট দেখা দিয়েছে। নলকূপ ও পানির পাম্প বসিয়েও পানি আসছেনা।
এই সংকট মোকাবেলা করতে সামর্থবানদের অনেকেই বাসাবাড়িতে সাবমারসিবল পাম্প বসিয়ে পানি সংগ্রহ করলেও নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে।
উপজেলার সাহেবগঞ্জ গ্রামের সন্তোষ মোহন্ত বলেন, করতোয়া নদীর পাশে বাড়ি থাকার পরেও নলকূপে পানি পাচ্ছিনা, নদীতে গোসল করলেও খাবার পানির জন্য যেতে হচ্ছে অন্যের বাড়িতে।
সাপামারা গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান মিন্টু বলেন আগে যে স্তরে নলকূপ বসিয়ে পানি পাওয়া যাচ্ছিল এখন সে স্তর থেকে পানি পাওয়া যাচ্ছেনা। আমার প্রতিবেশিদের বেশিরভাগ পরিবার পানি সংকটে রয়েছে।
এ ব্যাপারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাহা আলী বলেন, গত বছর গুলোর তুলনায় এবছর পানির স্তর আরো বেশি নেমে গেছে। যে কারণে এখন সাধারণ দুরত্বের তুলনায় আরো গভীরে নলকুপ স্থাপন করতে হচ্ছে। এজন্য বিশেষ ব্যবস্থায় জনপ্রতিনিধিদের মাধ্যমে পানি সংকট এলাকা গুলোতে পাম্প বসানো হচ্ছে।
এমি/দীপ্ত