সুলতানা নামের এক মাদক পাচারকারীর রূপে হাজির হলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ‘গুটি’ ওয়েব সিরিজে এমন ভিন্নধর্মী চরিত্রে দেখা গেল তাকে।
সিরিজটির গল্প সুলতানাকে ঘিরে। যে কয়েকবছর ধরে স্থানীয় মাদক চোরাচালানকারী নেটওয়ার্কের সাথে যুক্ত। এই সময়ের মধ্যে সে প্রচুর অর্থ ও সম্পদ করেছে কিন্তু বিনিময়ে হারাতে হয়েছে কাছের মানুষ, সম্পর্ক, বিশ্বাস ও আশা। এই কাজে পালানোর কোনো পথ নেই। তবে সুলতানা তার মেয়ের জন্য সুন্দর এক পৃথিবীর স্বপ্ন দেখে। টান টান উত্তেজনা নিয়ে এগিয়ে যায় গল্প।
বৃহস্পতিবার রাত ৮টায় এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এর আগে এ উপলক্ষে সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘গুটি’র প্রেস শো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত অভিনেত্রী। বাঁধন বলেন, ‘আমি এই চরিত্রটা অনেকদিন ধরে নিজের মধ্যে ধারণ করছি। ভেবেই আনন্দ লাগছে আমাদের এতোদিনের কষ্ট আজ সবাই দেখবে। অনেক কষ্ট করে কাজটি করেছি। আপনারা সিরিজটা দেখুন, অবশ্যই আমাদের জানাবেন কেমন লেগেছে।‘
‘গুটি’তে আরো অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, মৌসুমী হামিদ, নাসির উদ্দিন খান, আরিয়া আরিত্রা, টুনটুনি সোবহান, আরফান মৃধা শিবলু, মাহমুদুল আলমসহ আরও অনেকে।