গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বশির আহমেদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পূবাইল থানা পুলিশ হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি পূবাইল মেট্রো থানা এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডের জোনাব আলীর ছেলে।
জিএমপি পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
পুলিশ জানায়, বশিরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও জমি দখলসহ একাধিক মামলা রয়েছে। তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বশির। তার বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ রয়েছে। এসব কারণে তিনি এলাকায় বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
তবে বশিরের ঘনিষ্ঠরা দাবি করেছেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বশিরের কর্মকাণ্ডে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দেয়।